দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতিরাজ্য

Bank Holiday: সোমবার ব্যাংক খোলা থাকবে নাকি বন্ধ? দেখুন RBI এর অনুমোদিত ছুটির তালিকা

Advertisement

সোমবার দেশের সব রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ছুটির তালিকা অনুসারে, ভারতের অনেক সরকারী ও বেসরকারী খাতের ব্যাংক সোমবার, ১৭ জুন, ২০২৪ তারিখে বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন ২০২৪ সোমবার ব্যাংক বন্ধ থাকবে।

কোন কোন রাজ্যে বন্ধ?

একনজরে দেখে নেওয়া যাক ১৭ জুন ঈদ-উল-আধায় কোন কোন রাজ্যে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক- মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ ছাড়া সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অন্য সব রাজ্যে ঈদ-উল-আধা উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। মে মাসের পর জুন মাসেও ছুটির প্রক্রিয়া চলবে। জুন মাসে ১০ দিনের বেশি ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে।

১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, চলতি মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে শনি ও রবিবার সাপ্তাহিক ছুটিও রয়েছে। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল জুন মাসে মোট ৫ টি রবিবার পড়ছে। এমন পরিস্থিতিতে এই দিনগুলিতে কাজ বন্ধ থাকবে। দরকারী কাজের জন্য ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই এসব ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি।

জুন মাসে ব্যাংক হলিডে-

 

  • ২ জুন রবিবার সাপ্তাহিক ছুটি
  • ৮ জুন মাসের দ্বিতীয় শনিবার, যার কারণে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
  • ৯ জুন মহারাণা প্রতাপের জন্মজয়ন্তী ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১০ জুন শ্রী গুরু অর্জুন দেবের শহীদ দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৪ তারিখ ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ওয়াইএমএ দিবস উপলক্ষে ১৫ জুন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ জুন রবিবার ছুটি
  • ১৭ জুন বকরি ঈদে ব্যাঙ্কে ছুটি রয়েছে।
  • ২১ জুন বট সাবিত্রী ব্রতের দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২২ জুন মাসের চতুর্থ শনিবার, যার কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • ২৩ জুন রবিবার ছুটি
  • ৩০ জুন রবিবার ছুটি

Related Articles

Back to top button