Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ দেবশ্রীর

বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। একটা সময় মনে হয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া যেন সময়ের অপেক্ষা মাত্র। তিনি রায়দিঘির তৃণমূল বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়, কিছুদিন আগে জানিয়েছিলেন কোথাও যাচ্ছেন…

Avatar

বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। একটা সময় মনে হয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া যেন সময়ের অপেক্ষা মাত্র। তিনি রায়দিঘির তৃণমূল বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়, কিছুদিন আগে জানিয়েছিলেন কোথাও যাচ্ছেন না তিনি। তাঁর বিধানসভা এলাকায় আটকে থাকা ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তখনই।

এবার বিধানসভায় সরাসরি মুখ্যমন্ত্রীর কক্ষে গিয়ে দেখা করলেন প্রিয় দিদির। তৃণমূলের বিরুদ্ধে তাঁর সমস্ত অভিযোগ উগরে দিয়ে নিজেকে হালকা করলেন তিনি। তবে সমস্তটাই ঘটলো বন্ধ দরজার মধ্যে। রায়দিঘির বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী কথা হয়েছে, তাঁরা দুজন ছাড়া জানেননা কেউ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আসতেই সাংবাদিকরা দেবশ্রীকে ছেঁকে ধরলে আলোচনার বিষয়ে কিছু বলতে চাননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দিদির সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে কিছু বলবো না।’ তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তৃণমূলের বিরুদ্ধে জমে ক্ষোভের যে প্রশমিত হয়েছে সে কথা সরাসরি স্বীকার করে নেন তিনি। বলেন, ‘দলের বিরুদ্ধে আমার যা অভিযোগ ছিল সবই জানিয়েছি দিদিকে।’

About Author