কলকাতা : কলকাতা মেডিকেল কলেজের রোগীরা আতঙ্কগ্রস্থ হয়ে রয়েছেন বাথরুমের ছাদ থেকে ভেঙে পড়েছে সিমেন্টের চাঙড়। বহু পুরনো এই ভবনের এমসিএইচ ভবনের মাঝখান বেশ ফাঁক হয়ে গেছে। এটি ধরা পড়েছিল অনেকদিন আগে। সে সময় কোনো রকমে জোড়াতালি দিয়ে চুনকাম করে ঢাকা দেওয়া হয় এর ভাঙ্গন। কিন্তু মঙ্গলবার সকালে বেশ বড় ফাটল দেখা গেল কলকাতা মেডিকেল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে।
এত বড় সরকারি হাসপাতালে প্রচুর রোগীর স্যার ভর্তি থাকেন এখানে রয়েছে আইসিসিইউ, এইচডি ইউরোলজি, কার্ডিওলজি বিভাগ। যেখানে রোগীরা চিকিৎসার জন্য আসছেন সেই জায়গায় যদি নিরাপদ না হয় তাহলে রোগীরা কোথায় যাবেন?
এই বিল্ডিং এর পাশেই তৈরি হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য ১০ তলা ভবন। এই ভবনের দুটি তলা থাকবে মাটির নিচে। এ ভবনটি তৈরি করার জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলছে এবং পাইলিংয়ের কাজ চলছে ধারণা করা হচ্ছে এই সময় প্রবল কম্পনের জন্য ফাটল দেখা গেছে।
প্রতিমুহূর্তে আশঙ্কায় দিন গুনছেন রোগীরা। এমসিএইচ বিল্ডিং এর বাইরের অবস্থা থেকেও ভেতরের অবস্থা আরো খারাপ এমনটাই জানিয়েছে রোগীরা। কোম্পানির জন্য সৃষ্টি হওয়া এই ফাটল থেকে ক্রমশ মাঝখানটা আলাদা হয়ে যাচ্ছে।
প্রিন্সিপাল মঞ্জুশ্রী রায় কি এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে সাত মাস আগে যখন প্রথম ফাটল দেখা গিয়েছিল তখন পি. ডব্লিউ. ডি. তরফ থেকে জানানো হয়েছিল, এমন ভাবনার কিছু নেই এটা সামান্য ফাটল।