কেয়া সেন : জল্পনার অবসান। অবশেষে ২০১৪ -র পর, ২০১৯-শে ফের একসঙ্গে শ্যুটিং ফ্লোরে নামলেন অঙ্কুশ-শুভশ্রী। সৌজন্যে বাবা যাদবের আপকামিং বাংলা ছবি। ভিলেনের পর এই ছবিতে আবারও বাবার পরিচালনায় পর্দায় ফিরতে চলেছেন অঙ্কুশ। আজ থেকেই শহর কলকাতায় শুরু হয়ে গেল নাম না জানা এই নতুন বাংলা ছবির শ্যুটিং।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now“আমি শুধু চেয়েছি তোমায়” ছবিতে আগেই সিনেপ্রেমীরা দেখেছিলেন অঙ্কুশ-শুভশ্রীর অনস্ক্রিন রসায়ন। এখন শুধুই অপেক্ষা আরও একবার এই জুটির একসঙ্গে পর্দায় ফেরার।