কলকাতা : পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল বের হওয়ার আগেই বাজার করতে গিয়ে নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের চোখে জল চলে আসছে। না পেঁয়াজের ঝাঁজে না পেঁয়াজের দাম শুনে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল প্রায় ১০০। তাতেই মধ্যবিত্তের রান্নাঘরে প্রায় পেঁয়াজ প্রবেশ করা বন্ধই হয়ে গিয়েছিল কিন্তু এবারে পেঁয়াজের এগোচ্ছে দুশোর দিকে। কলকাতাতে গড়িয়াহাট মার্কেট, যোধপুর পার্ক, সল্টলেক, রাজারহাট, মানিকতলা, হাতিবাগান প্রভৃতি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪৫ টাকা দামে।
পাইকারি বাজারে পেঁয়াজের দেখাই মিলছে না দক্ষিণের নাসিক থেকে পেঁয়াজ আসে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ গাড়ি কিন্তু মঙ্গলবার এসেছে মাত্র ৬ গাড়ি, ধারণা করা হচ্ছে কম আমদানির জন্যই খোলা বাজারে দাম বাড়ছে পেঁয়াজের লাফিয়ে লাফিয়ে।