কর্মচারীদের জন্য বড় খবর, ১৮ মাসের ডিএ বকেয়া পেতে চলেছেন ১ কোটি কর্মী
১ কোটি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর। কর্মীদের জন্য ১৮ মাসের ডিএ বকেয়া টাকা সম্পর্কে রয়েছে বড় আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কি কোভিড ১৯ মহামারী চলাকালীন ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বকেয়া পাবেন? বস্তুত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব এসেছে।
১৮ মাসের জন্য ডিএ এবং ডিআর প্রদান বন্ধ করে দিয়েছিল
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যৌথ উপদেষ্টা, জাতীয় কাউন্সিলের (এমপ্লয়িজ পার্টি) সম্পাদক শিবগোপাল মিশ্র কেন্দ্রীয় সরকারকে ১৮ মাসের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কোভিড ১৯ মহামারীর কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ১৮ মাসের জন্য ডিএ এবং ডিআর প্রদান বন্ধ করে দিয়েছিল।
বকেয়া এখনও বকেয়া হিসেবেই রয়ে গিয়েছে
এর আগে ভারতীয় রক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ প্রদানের আর্জি জানিয়েছিলেন। ১৮ মাসের ডিএ বকেয়া এখনও বকেয়া হিসেবেই রয়ে গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড ১৯ মহামারী এবং তার ফলে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাগুলি আমি পুরোপুরি বুঝতে পারি। এ কারণে ২০২০-২১ অর্থ বছরের মহার্ঘ ভাতা (ডিএ) ও মহার্ঘ ত্রাণ (ডিআর) এর তিনটি কিস্তি বন্ধ হয়ে যায়। তবে, আমাদের দেশ যখন মহামারীর প্রভাব থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার করছে। তখন আমাদের দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি দেখে আনন্দিত হচ্ছি।’
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মিশ্র লিখেছেন, ‘ন্যাশনাল কাউন্সিলের (জেসিএম) সেক্রেটারি (স্টাফ পার্টি) হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জর্জরিত কয়েকটি বড় সমস্যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা আমার কর্তব্য। তবে সরকার যদি ১৮ মাসের বকেয়া ডিএ-র প্রস্তাব মেনে নেয়, তাহলে কর্মীরা বড় অঙ্কের বেতন পেতে পারেন।’