শুক্রবার ভোরেই হায়দ্রাবাদ কান্ডের অভিযুক্তদের এনকাউন্টারে খতম করেছে পুলিশ। এরপরই মেয়ের উপর নির্যাতনকারীদের শাস্তি আর্জি জানালেন ২০১২-এর দিল্লির বুকে নির্যাতনের শিকার হওয়া নির্ভয়ার মা। মেয়ের বিচার চেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তিনি। দিল্লির বুকে ঘটে যাওয়া নৃশংস অত্যাচারের শিকার হয়েছিল তাঁর মেয়ে। যা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। ভীত কেঁপে গিয়েছিল সরকারের। সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে সাজাপ্রাপ্ত বিনোদ শর্মা।
নির্ভয়ার মা আশা দেবী এদিন বলেন, ‘৭ বছর ধরে ন্যায় বিচারের আশায় বসে রয়েছি আমি। মেয়ের নির্যাতনকারীদের ফাঁসি হোক এবার।’ শুধু ফাঁসির প্রক্রিয়া যাতে দ্রুত শুরু হয় তারও আর্জি জানান তিনি। বলেন, ‘দেশের বিচারব্যবস্থা ও সরকারের কাছে আমার আবেদন, যত দ্রুত সম্ভব সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে আমার মেয়ের নির্যাতনকারীদের ফাঁসি দেওয়া হোক।’
২০১২ সালে দিল্লির বুকে ভয়ঙ্করতম নির্যাতনের শিকার হয়েছিলেন নির্ভয়া। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে পুলিশ। এক নাবালক ছাড়া বাকী অভিযুক্তদের ফাঁসির সাজা শোনায় আদালত। এই ঘটনার পরই জুভেনাইল আইনে পরিবর্তন আনে কেন্দ্র।