থেমে গেলো উন্নাও এর নির্যাতিতার লড়াই। শুক্রবার রাতে দিল্লির হাসপাতালে মৃত্যু হলো উন্নাও এর নির্যাতিতার। গত বৃহস্পতিবার উন্নাও গণধর্ষণ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের পথে যাচ্ছিলেন ওই তরুণী। তখনই তার উপর হামলা করে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তরা। অভিযোগ জামিনে ছাড়া পেয়েছিলেন অভিযুক্তরা, তারাই আদালতে যাওয়ার পথে ওই নির্যাতিতার হামলা চালায়। তাকে মারধর করে গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারা। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় ঘটনায়।
সেই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং পরে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গতকাল রাত ১১.৪০ মিনিট নাগাদ মৃত্যু জয় ওই নির্যাতিতার। মৃত্যুকালীন জবানবন্দিতে বছর ২৩ এর ওই তরুণী জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪ টের সময় স্টেশনে তার উপর হামলা হয়, তাকে ছুরি দিয়ে কোপানো হয় এবং তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হাসপাতালে শয্যায় শুয়ে নির্যাতিতার পুলিশের কাছে একটাই দাবি, ‘তাঁর দোষীরা যেন শাস্তি পায়।’