Today Trending Newsদেশনিউজ

দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, মেয়েরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে : রাহুল গান্ধী

Advertisement

দেশে উত্তরোত্তর ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। কোন কোন ক্ষেত্রে পুলিশে অভিযোগ পর্যন্ত জমা হচ্ছে না। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমন শানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কেরলে এদিন প্রধানমন্ত্রীকে রাহুল বলেন, ‘দেশে মেয়েদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। প্রতিদিন সংবাদপত্র খুললে আমরা দেখতে পাচ্ছি কোথাও ধর্ষণ করা হচ্ছে, কোথাও অমানবিক নির্যাতন করা হচ্ছে।

এসবের থেকে পরিত্রাণের কোন উপায় বের করতে পারছে না সরকার।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘কোথাও কোথাও সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে দলিত, মুসলিম, আদিবাসী প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।’

দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি হায়দ্রাবাদ ও উন্নাওয়ের প্রসঙ্গ টেনে আসেন তিনি। তাঁর সংসদ এলাকা কেরালার ওয়েনাডে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন রাজ্য সরকারেরও সমালোচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Related Articles

Back to top button