ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিনিউজরাজ্য

Lakshmir Bhandar: জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে আসবে? জেনে নিন লেটেস্ট আপডেট

এই মাসের টাকা নিয়ে বড় ঘোষণা করেছে সরকার

Advertisement

পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায়, রাজ্যের দরিদ্র মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রকল্পের উদ্দেশ্য:

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রত্যেক মাসে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়। প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়, যা তাদের আর্থিক স্থিতি বাড়াতে সহায়ক।

কারা যোগ্য?

* এই প্রকল্পের সুবিধা পেতে হলে সেই মহিলাকে প্রথমত পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
* ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।
* পারিবারিক আয় নির্ধারিত সীমার নিচে হতে হবে।
* ‘স্বাস্থ্যসাথী’ স্কিমে নাম নথিভুক্ত থাকতে হবে।
* SC/ST মহিলাদের জন্য – মাসিক আয় ১৫,০০০ টাকা পর্যন্ত
* OBC/General মহিলাদের জন্য – মাসিক আয় ১০,০০০ টাকা পর্যন্ত

কত টাকা পাওয়া যায়?

* SC/ST মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা
* অন্যান্য শ্রেণীর (OBC/General) মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা
* টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়।
* আশা করা হচ্ছে জুলাই মাসের টাকা ১০ জুলাইয়ের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

কীভাবে স্ট্যাটাস চেক করবেন:

* আপনি https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন।

* মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, অথবা আবেদন নম্বর ব্যবহার করে আপনি আপনার স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন।

Related Articles

Back to top button