দেশনিউজ

Bank Holiday: সপ্তাহের সাত দিনের মধ্যে চার দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন ছুটির তালিকা

আগামী সপ্তাহে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সপ্তাহের সাত দিনের মধ্যে চার দিন বন্ধ থাকবে।

Advertisement

শুরু হয়েছে জুলাই মাস। আগামী সপ্তাহে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। অনেক রাজ্যে সোম ও মঙ্গলবার, ৮ ও ৯ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এ ছাড়া আগামী সপ্তাহের শনি ও রবিবার ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ, আগামী সপ্তাহের সাত দিনের মধ্যে চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামী সপ্তাহে কোন কোন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি? দেখে নিন ছুটির পুরো তালিকা।

এই মাসেও আপনার নিশ্চই অনেক ব্যাংক সম্পর্কিত কাজ থাকবে। আপনি যদি এই মাসে কোনও কাজের জন্য ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে ছুটির তালিকা দেখার পরেই বাড়ি থেকে বেরোন। ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, জুলাই মাসে মোট ১২টি ছুটি রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই জানতে হবে যে এই মাসে কোন দিনে ব্যাংক বন্ধ থাকবে। ৭, ১৪, ২১ ও ২৮ জুলাই রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ জুলাই ও ২৭ জুলাই যথাক্রমে প্রথম ও চতুর্থ শনিবার ছুটি থাকবে।

bank holiday list in july 2024

জুলাই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা (রাজ্য অনুসারে)

  • ৫ জুলাই (শুক্রবার): গুরু হরগোবিন্দ জয়ন্তী
  • ৬ জুলাই (শনিবার) এমএইচআইপি দিবস (মিজোরাম)
  • ৭ জুলাই (রবিবার) উইকেন্ড (সারা ভারত)
  • ৮ জুলাই (সোমবার) কাং (রথযাত্রা) (মণিপুর)
  • ৯ জুলাই (মঙ্গলবার): দ্রুকপা শে-জি (সিকিম)
  • ১৩ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি (সারা ভারত)
  • ১৪ জুলাই (রবিবার) সাপ্তাহিক ছুটি (সারা ভারত)
  • ১৬ জুলাই (মঙ্গলবার) হরেলা (উত্তরাখণ্ড)
  • ১৭ জুলাই (বুধবার) মহরম/আশুরা/ইউ তিরত সিং দিবস (পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ত্রিপুরা) বন্ধ থাকবে।
  • ২১ জুলাই (রবিবার) সাপ্তাহিক ছুটি (সারা ভারত)
  • ২৭ জুলাই (শনিবার) উইকেন্ড (সারা ভারত)
  • ২৮ জুলাই (রবিবার) উইকেন্ড (সারা ভারত)

Related Articles

Back to top button