Today Trending Newsদেশনিউজ
আজ লোকসভায় পেশ হবে নাগরিকত্ব বিল, বিরোধীতায় কংগ্রেস, তৃণমূল
Advertisement
আজ লোকসভায় পেশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। ২০১৬ সালের বিলটি থেকে এই বিলটিতে কিছু পার্থক্য আছে। ২০১৬ সালের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলটি থেকে এটিতে অনেক সহজেই ভারতের পার্শ্ববর্তী দেশ গুলো থেকে আসা
অমুসলিম শরণার্থীদের আগের থেকে অনেক সহজেই ভারতের নাগরিক হওয়ার সুযোগ দেবে। গত বুধবারই কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন পেয়েছে বিলটি।
রাজনৈতিক মহল মনে করছে লোকসভায় সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেখানে বিলটি পাশ করাতে কোনো সমস্যা হবে না, কিন্তু সরকারের আসল পরীক্ষা রাজ্যসভায়।
বিলটির বিরোধিতা করবে কংগ্রেস, তাই দলীয় সাংসদদের সভায় উপস্থিতি বাধ্যতামূলক বলে আগেই নির্দেশ দিয়েছিল গেরুয়া শিবির। এবার একই হুইপ জারি করেছে কংগ্রেস। এখন দেখার বিলটি রাজ্যসভায় আদৌও পাশ হয় কিনা।