Today Trending Newsনিউজরাজ্য

মালদার ঘটনাও হায়দ্রাবাদের মতোই নৃশংস, তাহলে মালদার ঘটনায় চুপ কেন মাননীয়া? প্রশ্ন লকেটের

Advertisement

উত্তরপ্রদেশের উন্নাওয়ে একের পর এক গণধর্ষণের ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হায়দ্রাবাদের সামসাবাদে তরুণী পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যুকে বিচারবহির্ভূত কাজ বলে মনে করেন তৃণমূল নেত্রী। তবে মালদা কান্ডে অবাক ভাবে নীরব মুখ্যমন্ত্রী। মালদা কান্ডে মুখ্যমন্ত্রীর এই নীরবতাকেই বিঁধলেন হুগলির সাংসদ, বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট চ্যাটার্জি।

হায়দ্রাবাদ কান্ডের কয়েকদিন পরই মালদাতেও একই কায়দায় গণধর্ষণের পর পুড়িয়ে মারা হয় এক তরুণীকে। ধর্ষণের শিকার হয় চার বছরের এক শিশুকন্যাও। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ। মালদা গিয়ে ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে ফিরেই ট্যুইটারে আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘মালদার ঘটনাও হায়দ্রাবাদের মতোই নৃশংস। হায়দ্রাবাদে যা ঘটেছে, এখানেও সেই একই ঘটনায় ঘটেছে। তাহলে মালদার ঘটনায় চুপ কেন মাননীয়া?’

এরপরই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘৪ বছরের এক শিশুকন্যাও ধর্ষণের শিকার হয়েছে ওখানে। আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলেই মহিলারা একটুও সুরক্ষিত নন।’

Related Articles

Back to top button