টেক বার্তাব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

BSNL: মাত্র ৯১ টাকার রিচার্জে ৯০ দিনের বৈধতা, BSNL নিয়ে এলো নতুন ধামাকাদার প্ল্যান

বেসরকারী টেলিকম অপারেটরদের ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ নিয়েছে BSNL

Advertisement

বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার মধ্যেই আবার নতুন করে জনগণের সমস্যা বৃদ্ধি করেছে এই বর্ধিত মোবাইল প্ল্যানের দাম। আসলে বেসরকারী টেলিকম অপারেটরদের ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ নিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি বিএসএনএল। কোটি কোটি গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার সহ বাজারে নিয়ে এসেছে তারা নতুন রিচার্জ প্ল্যান। দীর্ঘ মেয়াদের জন্য কম খরচে রিচার্জ করতে চান? বিএসএনএল-এর কাছে আপনার জন্য আছে একাধিক বিকল্প।

সস্তা থেকে প্রিমিয়াম, স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী:

বিএসএনএল-এর রিচার্জ প্ল্যানের তালিকা বেশ বৈচিত্র্যপূর্ণ। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সস্তা থেকে প্রিমিয়াম, স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী – সকলের জন্যই আছে উপযুক্ত প্ল্যান। আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল বিএসএনএল-এর একটি নতুন রিচার্জ প্ল্যান যা মাত্র ৯১ টাকায় ৯০ দিনের বৈধতা প্রদান করে। এই প্ল্যানে কি সুবিধা পাওয়া যাবে? বা কাদের জন্য এই রিচার্জ উপযুক্ত? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

বিএসএনএল-এর ছোট রিচার্জের বিবরণ

বিএসএনএল-এর এই ১০০ টাকার থেকে কম দামের ছোট রিচার্জ প্যাক বা ৯১ টাকার প্ল্যানে আপনি ৯০ দিনের বৈধতা পেয়ে যাবেন। অর্থাৎ এই প্ল্যানের মাধ্যমে, আপনি ১০০ টাকার কম খরচে আপনার BSNL সিম ৯০ দিনের জন্য সক্রিয় রাখতে পারেন। BSNL-এর এই রিচার্জ প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল আপনার নম্বরে কোনও রিচার্জ প্ল্যান না থাকলেও ইনকামিং কল এবং মেসেজ পাওয়ার সুবিধা থাকবে। আপনি যদি টকটাইম প্যাক নিয়ে এই প্ল্যানে কল করতে চান তবে আপনাকে প্রতি সেকেন্ডে মাত্র ১.৫০ পয়সা দিতে হবে। যারা কম খরচে দীর্ঘ মেয়াদ চান এবং যাদে কম খরচে একটি সিম সক্রিয় রাখতে চান, তাদের জন্য এই প্ল্যান উপযুক্ত।

Related Articles

Back to top button