‘নাগরিকত্ব বিলের পিছনে কোনও রাজনৈতিক এজেন্ডা নেই’ সংসদে বললেন অমিত শাহ
দিল্লি : উত্তর-পূর্ব রাজ্যগুলির তীব্র বিরোধিতার মধ্যে সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলে ছয় দশকের পুরানো নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আগত অমুসলিম শরণার্থীদের সহজেই ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
নাগরিকত্ব বিলের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তরপূর্ব ভারতে বিভিন্ন সংগঠন বিলটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে কারণ তাদের মতে কেন্দ্রীয় সরকার ১৯৮৫ সালের আসাম চুক্তি লঙ্ঘন করার চেষ্টা করছে। উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যেই অসম জুড়ে ২ দিনের বন্ধ ডেকেছে। এদিন বিল পাশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বলেন, ‘এই বিলের পিছনে কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। কারও সাথে অবিচারের প্রশ্নই আসে না।’
কংগ্রেস প্রথম থেকেই এই বিলটির বিরোধিতা করে এসেছে। আজ বিল পাশের পর কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল ‘অসংবিধানিক’ এবং ‘অগণতান্ত্রিক।’ আইন ন্যায্য ও বৈষম্যমূলক হওয়া উচিত এবং এই বিলটি এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।’
কংগ্রেস সাংসদ আরও বলেছেন, ‘এটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪, অনুচ্ছেদ ১৫, অনুচ্ছেদ ২১, অনুচ্ছেদ ২৫ এবং অনুচ্ছেদ ২৬ এর পরিপন্থী। এই বিলটি অসাংবিধানিক এবং সকলের সমান অধিকারের পরিপন্থী।’