বিহারের বক্সার জেলে তৈরী হচ্ছে ফাঁসির দড়ি? নির্ভয়া কান্ডে সাজাপ্রাপ্তদের নিয়ে বাড়ছে জল্পনা
নির্ভয়া কান্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত ৪ অভিযুক্তকে নিয়ে জল্পনা বাড়ছে। ইতিমধ্যে খারিজ হয়েছে অভিযুক্তদের প্রাণভিক্ষার আবেদন। ঠিক এই সময়েই বিহারের বক্সার জেলে ফাঁসির দড়ি তৈরীর ঘটনায় জল্পনা আরও তীব্র হয়েছে।
জেল সূত্রে খবর, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ১০ টি ফাঁসির দড়ি তৈরীর নির্দেশ পাঠিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এর আগেও দেশে ফাঁসির রায় কার্যকর করার জন্য এ বক্সার জেলের বন্দিদের ওপর নির্ভর করতে দেখা গিয়েছে কেন্দ্রকে।
বক্সার জেলে ফাঁসির দড়ি তৈরীর তোড়জোড় শুরু হতে জল্পনা বাড়তে শুরু করেছে। কারণ, বিশেষজ্ঞদের মতে, ফাঁসির দড়ি তৈরী করার পর খুব বেশী দিন ফেলে রাখা যায় না। বেশী দিন ফেলে রাখলে তা ফাঁসির ক্ষেত্রে অকার্যকর হয়ে ওঠে। এই মুহূর্তে দেশে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী বলতে নির্ভয়া কান্ডে জড়িতরা ছাড়া তেমন কেউ নেই।
তার উপর ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় চাপ বাড়ছে সরকারেরও। ফলে নির্ভয়ার হত্যাকারীদের প্রাণদন্ড কার্যকর করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে সরকার। তবে এ সবই সম্ভবনা, সরকারি ভাবে কোন কিছুই ঘোষণা করা হয়নি এখনও।