প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টালে কিংবা টিভি খুললেই একটা শব্দই চোখের সামনে ভাসে সেটি হল ধর্ষণ। কয়েকদিন আগেই হায়দ্রাবাদের পশুচিকিৎসকের ধর্ষণের ঘটনা গোটা বিশ্বকে শিহরিত করে দিয়েছিল কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি অভিযুক্তরা এনকাউন্টার করে মারা গেলেও তার পরের দিন থেকেই কিন্তু পুনরায় একটার পর একটা ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা চলতেই থেকেছে।
এমনই আরেক ঘটনা ঘটলো উত্তরপাড়া তৃতীয় বর্ষের কলেজ ছাত্রীর সঙ্গে তিনি একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে যান তখন এলাকারই এক যুবক বয়স ২৩ বছর ওই কলেজছাত্রীকে রাস্তার উপরে হুমকি দেয় এবং পাশের একটি দোকানে নিয়ে গিয়ে তার কাছ থেকে এবং মোবাইল ছিনতাই করার চেষ্টা করেন এবং শুধু তাই নয় এই মেয়েটির বাড়িতে গিয়েও অভিভাবকের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅভিভাবকেরা সেই মোবাইল এবং ব্যাগ ফিরিয়ে নিতে চাইলে, যুবকটি বলেন এর জন্য তাকে তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে হবে। ছাত্রী লিখিত অভিযোগ জানালে যুবকটিকে ৩৪১,৩৭৯, ৩৫৪ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয় এবং তাকে শ্রীরামপুর কোর্টে তোলা হয়, বিচারকের জেল হেফাজতের নির্দেশ দেন।