বারুইপুর থানার নাজিরপুর এলাকায় আচমকাই বিস্ফোরণ। বিস্ফোরণটি ঘটেছে একটি পরিত্যক্ত বাড়িতে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে ৩ ছাত্র। পুলিশ সুত্রে খবর সোমবার হঠাৎ একটি বিস্ফোরণের আওয়াজ পায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে মানুষ গিয়ে দেখে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে ৩ জন যুবক। তাদের নাম রাকেশ সর্দার, মানব সর্দার ও রাজ শেখ।
তারা বারুইপুরেরই একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তারা পাঁচিল টপকে ওই বাড়িতে প্রবেশ করেছিল। কিন্তু কি কারণে তারা ওখানে জড়ো হয়েছিল তা এখনো জানা যায়নি। পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকি কারণে এই বিস্ফোরণ ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সুত্র থেকে জানা গেছে মঙ্গলবার ঘটনাস্থলে আসবে বম্ব ডিস্পোজাল স্কোয়াড এবং ফরেনসিক টিম। মজুত করে রাখা বোমায় বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণে তা নিয়ে পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।