মধ্যরাতে নাটকীয় ভাবে পাস হলো নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। বিপক্ষ শিবিরের তুমুল বিরোধিতা স্বত্ত্বেও ভোটাভুটিতে উত্তীর্ণ হলো ক্যাব। এরপরই সংসদের সদস্যদের কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়ে স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দিত, বহু বিতর্কের বাধা কাটিয়ে লোকসভায় পাস হলো নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯।’
এরপর তিনি আরও যোগ করেন, ‘এই বিলকে সমর্থনকারী সমস্ত সংসদ সদস্য ও রাজনৈতিক দলকে আমি ধন্যবাদ জানাই। এই বিল ভারতের শতাব্দী প্রাচীন রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখে।’
তবে প্রধানমন্ত্রী সংসদকে বিল পাসের কৃতিত্ব দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসার প্রধান রূপকার নরেন্দ্র মোদী স্বয়ং। তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে তাঁর ট্যুইট, ‘এমন একটি ঐতিহাসিক সংশোধনী বিলকে বাস্তবে প্রয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানাই।
এই বিলের ফলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নিপীড়িত ও অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য ভারতের দ্বার উন্মুক্ত হলো।’ মুসলমানদের কেন এই বিলের বাইরে রাখা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী ট্যুইটে জানান, ‘পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ মুসলিম দেশ হওয়ায় এখানে মুসলমানদের থাকা সমস্যাজনক নয়।
তবে এই দেশগুলিতে অন্যান্য সংখ্যালঘুদের যেভাবে নিপীড়ন করা হয়, তার হাত থেকে ওদের রক্ষা করতে এই বিল খুবই কার্যকর ভূমিকা নেবে।’