২ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসুন Maruti Suzuki Ertiga, জানুন মাসে মাসে EMI কত টাকা পরবে
শো-রুম থেকে গাড়ি কেনার আগে জেনে নিন কত ডাউন পেমেন্ট দিতে হবে এবং এর মাসিক কিস্তি অর্থাৎ ইএমআই কত দিতে হবে।
ভারতে বড় পরিবারের জন্য ৭ সিটের গাড়ি কেনার ওপর অনেকেই চেষ্টা করেন। যার মধ্যে মারুতি সুজুকি আরটিগা অনেক মানুষ পছন্দ করেন। ৭ সিটের এই গাড়িতে রয়েছে দারুণ সব ফিচার। শো-রুম থেকে গাড়ি কেনার আগে জেনে নিন কত ডাউন পেমেন্ট দিতে হবে এবং এর মাসিক কিস্তি অর্থাৎ ইএমআই কত দিতে হবে।
Maruti Suzuki Ertiga ZXI
Maruti Suzuki Ertiga ZXI অটোমেটিকের দাম ১২.৩৩ লক্ষ টাকা, এক্স-শোরুম এবং অন-রোডে দাম ১৪.১৩ লক্ষ টাকা। আপনি যদি এই গাড়িটি কেনার জন্য ২ লক্ষ টাকার ডাউন পেমেন্ট করেন তবে আপনাকে ১২.১৩ লক্ষ টাকা লোন নিতে হবে। আপনি যদি ৯ শতাংশ সুদের হারে ৫ বছরের জন্য এই লোন নেন তবে এই ৫ বছরের জন্য প্রতি মাসে ২৫,৫৯৫ টাকা ইএমআই হিসাবে দিতে হবে। সেই অনুযায়ী এই ৫ বছরে সুদের হার বাবদ দিতে হবে ৩,০২,৭০৩ টাকা।
Maruti Ertiga ZXI Plus
Maruti Ertiga ZXI Plus অটোমেটিকের দাম ১৩.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং অন-রোড দাম প্রায় ১৪.৯২ লক্ষ টাকা। আপনি যদি ২ লক্ষ টাকা ডাউন পেমেন্টে নেওয়ার পরিকল্পনা করে থাকেন তবে ১২.৯২ লক্ষ টাকা লোন নিতে হবে। ৯ শতাংশ সুদের হারে ৫ বছরের জন্য এই ঋণ পাওয়া গেলে প্রতি মাসে ২৬,৮২০ টাকার ইএমআই দিতে হবে। যার জন্য মোট সুদের হার এক বছরে দিতে হবে ৩,১৭,১৮৮ টাকা।
২০.৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ
ভারতে ৯ টি ভেরিয়েন্টে বিক্রি হয় Maruti Suzuki Ertiga। এর প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৮.৬৯ লক্ষ টাকা থেকে ১৩.০৩ লক্ষ টাকা পর্যন্ত। ৭ সিটের এই গাড়িটি ভারতের বাজারে এসেছে ৭টি কালার অপশনে। এটি একটি ১৪৬২ সিসি ইঞ্জিন দ্বারা চালিত, যা ১০১.৬৪ বিএইচপি পাওয়ার এবং ১৩৬.৮ এনএম পিক টর্ক উৎপন্ন করে। কোম্পানির দাবি, তাদের গাড়ি প্রতি লিটারে ২০.৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।