নিউজরাজ্য

SC, ST বিল নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখালেন তৃণমূল, সুর চড়ালেন রাজ্যপালের বিরুদ্ধে

Advertisement

রাজ্যপাল আটকে রেখেছেন এস সি, এস টি বিল। শাসক দল এর সংশয় আছে চলতি অধিবেশনে আদৌ বিলটি পেশ করা যাবে কিনা এই নিয়ে। শাসক দলের মন্ত্রী বিধায়করা মঙ্গলবার নজিরবিহীনভাবে রাজ্যপালের পদত্যাগের দাবিতে মুখর হয়ে ওঠে।

তবে এই ঘটনা অনেকদিন ধরেই চলছে। বেশ কয়েকদিন ধরেই রাজনীতিতে রাজ্যপালের সঙ্গে শাসকগণের একটা সংঘাত চলেই আসছে। রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হয়েছে কয়েকটি বিল। তার মধ্যে রয়েছে এস সি, এস টি বিল। কিন্তু এই বিলটিকে আটকে রাখায় শীতকালীন অধিবেশনে পেশ করতে পারেনি শাসক দল। এদিন বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল মন্ত্রী ও বিধায়করা।

তবে এমনই দাবি করা হচ্ছে যে, রাজ্যপাল ইচ্ছা করেই বিলটিকে আটকে রেখেছেন, তাই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের বিধায়করা। তবে অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে, যে রাজ্যপাল কে চাপে রাখতেই তৃণমূল এইসব করছে। এদিন বিক্ষোভে সামিল ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিধায়ক শোভন চট্টোপাধ্যায়।

Related Articles

Back to top button