মুসলমানদের ভয়ের কোন কারন নেই, রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদের অভিযোগ নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে দেশের সংখ্যালঘু মুসলিমদের ত্রাসের সৃষ্টি করতে চাইছে সরকার। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব প্রদান মুসলিমদের এনআরসি-র দেশ ছাড়া করার চক্রান্ত করছে কেন্দ্র, এমনই অভিযোগ তাদের।
ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তাল হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলো। তবে এই বিল নিয়ে মুসলমানদের চিন্তার কোন কারণ নেই বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এদিন রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিল নিয়ে একজন মুসলিমেরও আশঙ্কার কোন কারণ নেই।’ বিরোধীরা এই নিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে অভিযোগ করে তিনি বলেন, ‘কেউ কেউ মুসলিমদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। তবে এতে ভয় পাওয়ার কোন কারণ নেই।’
দেশের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত জানিয়ে তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা দেশের কর্তব্য।’ রাজ্যসভায় এই বিবৃতির মাধ্যমে বিরোধীদের অভিযোগ কার্যত ভিত্তিহীন বলে দাবি করলেন অমিত শাহ।