২০০২ সালে হওয়া গুজরাত দাঙ্গায় নাম জড়িয়ে গিয়েছিল তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার সেই মামলাতেই তাঁকে ক্লিনচিট দিলো নানাবতী কমিশন। ১৭ বছর পর আজ গুজরাট দাঙ্গায় গঠিত নানাবতী কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। সেখানেই ক্লিনচিট দেওয়া হলো নরেন্দ্র মোদীকে। রিপোর্টে বলা হয়েছে ২০০২ সালে গুজরাতে যে দাঙ্গা হয়েছিল তা মোটেই পরিকল্পনা মাফিক করা হয়নি।
২০০২ সালে গোধরা কাছে সবরমতী এক্সপ্রেসের দুটি কামরায় পরিকল্পনা মাফিক আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে মৃত্যু হয় ৫৯ জন করসেবকের। এই ঘটনার পরেই গুজরাত জুড়ে শুরু হয় দাঙ্গা। সেই দাঙ্গায় ১০৪৪ জন মারা যায়, যার মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আদেশেই যে দাঙ্গা হয়েছে, এমনটা দাবি করা হয়। এই ঘটনার পরেই জিটি নানাবতী ও অক্ষয় মেহতার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয় সরকারের তরফে। সেই কমিটিই রিপোর্ট পেশ করে ২০১৪ সালে। সেই রিপোর্টেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ রূপে ক্লিনচিট দেওয়া হলো।