Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কংগ্রেসের কথায় বিভ্রান্ত হবেন না’ উত্তর পূর্বের মানুষের প্রতি শান্ত থাকার আর্জি প্রধানমন্ত্রীর

 নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর থেকেই উত্তাল হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলো। অসম, ত্রিপুরার পরিস্থিতি অগ্নিগর্ভ। ইন্টারনেট পরিসেবা বন্ধ রয়েছে দুই রাজ্যে। ইতিমধ্যে আক্রমণ নেমে এসেছে বিজেপি জনপ্রতিনিধিদের উপর।…

Avatar

 নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর থেকেই উত্তাল হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলো। অসম, ত্রিপুরার পরিস্থিতি অগ্নিগর্ভ। ইন্টারনেট পরিসেবা বন্ধ রয়েছে দুই রাজ্যে। ইতিমধ্যে আক্রমণ নেমে এসেছে বিজেপি জনপ্রতিনিধিদের উপর। উত্তর পূর্বের মানুষের প্রতি পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঝাড়খণ্ডের ধানবাদের জনসভা থেকে উত্তর পূর্বের মানুষদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে জানাতে চাই উত্তর পূর্বের রাজ্যগুলোর সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য কোন কিছুই এই বিল দ্বারা প্রভাবিত হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় সরকার সব সময় রাজ্য সরকারের পাশে থেকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে চায়।’ এরপরই তিনি যোগ করেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে।’ মানুষের কাছে ওদের ফাঁদে পা না দেওয়ার আবেদন রাখেন তিনি। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে এসে এ দিনের সভা থেকে প্রধান বিরোধী কংগ্রেসকে একহাত নেন প্রধানমন্ত্রী।

About Author