টেক বার্তাদেশনিউজ

Indian Railway: ট্রেনের টিকিটে নতুন নিয়ম, জেনারেল টিকিটেও লাগু এই নিয়ম

যাত্রীরা ইউটিএস অর্থাৎ অসংরক্ষিত টিকিটিং সিস্টেমের মাধ্যমে যে কোনও জায়গা থেকে যে কোনও স্টেশন থেকে অসংরক্ষিত টিকিট বুক করতে পারেন।

Advertisement

অসংরক্ষিত টিকিটে ভ্রমণকারী রেলযাত্রীরা বেশ স্বস্তি পেতে চলেছেন। জানা গেছে যে এখন যাত্রীরা ইউটিএস অর্থাৎ অসংরক্ষিত টিকিটিং সিস্টেমের মাধ্যমে যে কোনও জায়গা থেকে যে কোনও স্টেশন থেকে অসংরক্ষিত টিকিট বুক করতে পারেন। তবে শুধুমাত্র স্টেশন চত্বরের বাইরে এই সুবিধা পাওয়া যাবে।

বাড়িতে বসেই যে কোনও স্টেশন থেকে আনরিজার্ভড ও প্ল্যাটফর্ম টিকিট বুক

জিও-ফেন্সিংয়ের অভ্যন্তরীণ সীমানা ধরে রেখেছে রেলওয়ে। রেলের আধিকারিক সৌরভ কাটারিয়া জানিয়েছেন, এখন থেকে রেলের যাত্রীরা বাড়িতে বসেই যে কোনও স্টেশন থেকে আনরিজার্ভড ও প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। বিশেষ বিষয় হ’ল জিও-ফেন্সিংয়ের অভ্যন্তরীণ সীমা অব্যাহত থাকবে। এর অর্থ হল নতুন সুবিধাটি কেবল স্টেশন চত্বরের বাইরে পাওয়া যাবে।

বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে

জিও-ফেন্সিংয়ের বাইরের সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। বিশেষত্ব হল, আগে জিও ফেন্সিংয়ের বাইরের সীমানা ছিল ৫০ কিলোমিটার। এর আওতায় যে কোনও যাত্রী ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে স্টেশন থেকে অসংরক্ষিত বা প্ল্যাটফর্ম টিকিট কিনতে পারবেন। এখন নতুন ব্যবস্থায় সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ইউটিএসের সাহায্যে স্টেশনের টিকিট উইন্ডোর বাইরে লম্বা লাইন থেকে স্বস্তি পেতে পারেন যাত্রীরা।

পাশাপাশি রেল যাতায়াতও সহজ হবে বলে আশা করা হচ্ছে। এখন ঘরে বসেই মোবাইল অ্যাপ থেকে সংরক্ষিত টিকিটের মতো অসংরক্ষিত টিকিটও কাটতে পারবেন যাত্রীরা। এতে শুধু সাধারণ মানুষের সময়ই বাঁচবে না, টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়ানোর সমস্যাও থেকে রক্ষা পাবেন। আইআরসিটিসি-র ইউটিএস অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

Related Articles

Back to top button