নাগরিকত্ব বিল নিয়ে দেশের ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রীদের এগিয়ে আসতে আহ্বান করলেন ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। শুক্রবার প্রশান্ত কিশোর টুইটারে বলেন, “সংসদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু ভারতের আত্মাকে বাঁচাতে ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রীকেই এগিয়ে আসতে হবে।
কারণ নাগরিকত্ব সংশোধনী আইন কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলোকেও কার্যকর করতে হবে। পঞ্জাব, কেরালা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই এই বিল তাদের রাজ্যে লাগু করবে না বলে জানিয়েছে। এখন সময় বাকিদেরও অবস্থান স্পষ্ট করার।
এর আগেও তিনি নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন তিনি। এর আগে তিনি টুইট করে বলেছিলেন ‘এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল এই দুটো মোদী সরকারের এমন দুই অস্ত্র যেটা ধর্মের ভিত্তিতে করা হবে। ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হবে।”
এদিকে প্রশান্ত কিশোরের নিজের দল জেডিইউ নাগরিকত্ব বিলের পক্ষেই ভোট দিয়েছে। তিনি এর আগেও দলের বিরুদ্ধে কথা বলেছেন, এদিন আবারও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন।