নির্ভয়া কাণ্ডের শুনানি আজ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি পিছিয়ে দিলো আদালত। পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে ১৮ ই ডিসেম্বর। পাতিয়ালা হাউস কোর্টের বিচারপতি সতীশকুমার অরোরা এদিন জানিয়েছেন, সুপ্রীম কোর্টে নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত এক অপরাধী অক্ষয় ঠাকুরের রিভিও পিটিশনের শুনানি হবে আগামী ১৭ই ডিসেম্বর, তাই সেই শুনানির রায় জেনেই তবেই এই শুনানি করবে আদালত।
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও খুন করা হয় নির্ভয়াকে। সেই ঘটনার পরে সাত বছর কেটে গেলেও এখনো ফাঁসি হয়নি কারও। অভিযুক্তদের ফাঁসির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে নির্ভয়ার পরিবার। এদিন শুনানি স্থগিত হওয়ার পর নির্ভয়ার মা বলেন, “গত সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি। আরও এক সপ্তাহ অপেক্ষা করবো। আশা করছি ১৮ তারিখ দোষীদের ফাঁসির আদেশ দেবে আদালত।”
কদিন ধরেই শোনা যাচ্ছিল তিহার জেলে ইতিমধ্যেই ফাঁসুড়ে ও ফাঁসির দড়ি আনা হচ্ছে, ফাঁসির প্রস্তুতি হিসেবে। এখন আগামী সপ্তাহে আদালত কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।