নিউজরাজ্য

আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি স্বতঃস্ফূর্ত আন্দোলনে পাশে থাকবেন অবশ্যই কিন্তু বেলডাঙা ও উলুবেরিয়া রেল স্টেশনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলি দেখেই তিনি বার্তা দিয়েছেন যে আইন-শৃঙ্খলা যাতে কেউ নিজের হাতে না তুলে নেয়।

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন যদি মস্তানি করতেই হয় তবে অমিত শাহর বাড়ির সামনে গিয়ে করুন। রাজ্যপাল জাগদীপ ধনকার বলেছেন ‘আমি সবাইকে হাতজোড় করে আবেদন করছি শান্তি ভঙ্গ করবেন না।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মানুষকে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে অনুরোধ করেছেন। তিনি বলেছেন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা কখনোই কাম্য নয়।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ উত্তাল রাজ্যের বিভিন্ন জায়গা। কোন ছুটির দিন না হওয়ায় এদিন ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। কোথাও ট্রেন অবরোধ তো কোথাও রাস্তা অবরোধ। নিত্য যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। কাজ থেকে ফেরার সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরে তারা ফিরতে পারে যে যার নিজের গন্তব্যস্থলে।

Related Articles

Back to top button