দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holiday: ৭ আগস্ট কি ব্যাংক বন্ধ থাকবে? দেখে নিন RBI ছুটির লিস্ট

Advertisement

এখনকার যুগে আমাদের আর আগের মতো প্রতিটি কাজের জন্য ব্যাংকে যেতে হয় না। আগে যেখানে টাকা তুলতে ব্যাঙ্কে যেতে হত, এখন সেটার জায়গায় এটিএম মেশিন লাগানো হয়েছে। তবে এখনো অনেক কাজ বাকি আছে যার জন্য আমাদের ব্যাংকে যেতে হয়। তাই আপনি যদি আগস্ট মাসে কোনও কাজের জন্য ব্যাঙ্কে যেতে যান, তাহলে প্রথমেই দেখে নিন সেদিন ব্যাঙ্ক বন্ধ আছে কিনা।

আগামী ৭ তারিখ কি ব্যাংক বন্ধ?

অনেকের মনে ৭ তারিখ নিয়ে প্রশ্ন রয়েছে। এই দিন আদৌ কি ব্যাংক খোলা থাকবে? কারণ এই দিন তেজ উৎসব রয়েছে। বহু বিবাহিত মহিলা এই দিনটি পালন করেন। মূলত উত্তর ভারতে এই উৎসবের চল রয়েছে। তবে এই দিন ব্যাংক বন্ধ থাকবে না।

কোন কোন দিন ব্যাংক ছুটি থাকবে?

৩ অগাস্ট- কের পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে

৪ অগাস্ট- রবিবারের ছুটির কারণে সারা দেশে ব্যাঙ্ক কাজ করবে না এবং এখানে ছুটি থাকবে

৮ অগাস্ট- টেন্ডং লো রুম ফাটের কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ অগাস্ট- মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১১ অগাস্ট- রবিবারের কারণে এই দিনটিতে দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১৩ অগাস্ট- দেশপ্রেম দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে

১৫ অগাস্ট- এই দিনে দেশ স্বাধীনতা দিবস পালন করবে, তাই সারা দেশে জাতীয় ছুটি থাকবে, যার কারণে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে

১৮ অগাস্ট- এই দিনটিতে রবিবার সারা দেশের ব্যাঙ্কে ছুটি থাকবে

১৯ অগাস্ট- রাখি বন্ধনের কারণে উত্তরাখণ্ড, দমন ও দিউ, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে

২০ অগাস্ট- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে

২৪ অগাস্ট- মাসের চতুর্থ শনিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক

২৫ অগাস্ট- রবিবারের ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ অগাস্ট- জন্মাষ্টমীর কারণে আন্দামান ও নিকোবর, পাঞ্জাব, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, দমন ও দিউ, নাগাল্যান্ড, চণ্ডীগড়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, ওড়িশা, সিকিম, গুজরাট, ছত্তিশগড়, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ এবং ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Related Articles

Back to top button