গঙ্গা ঘাটে আচমকাই পড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী এদিন নমামী গঙ্গা প্রকল্পের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই ঘটেছে ঘটনাটি।
জানা যাচ্ছে, কানপুরে এদিন জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। তারপরই তিনি গঙ্গা ঘটে যান প্রকল্পের কাজ দেখতে। সেখানেই এই বিপত্তি ঘটে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা যাচ্ছে এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার ঘাট থেকে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন।
ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় এবং নানা অমানবিক মন্তব্যে ভিড়ে যেতে থাকে কমেন্ট বক্স। এই অবস্থায় ওই ব্যক্তি ভিডিওটি টুইটার থেকে ডিলিট করে দেন। পরে ‘ন্যাশনাল হেরাল্ড’এ খবরটি প্রকাশিত হয়।