শুক্রবার জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বন্দিদশার মেয়াদ ৩ মাসের জন্য বাড়ানো হলো বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘জনসুরক্ষা আইনে ফারুক আবদুল্লার বন্দিদশার মেয়াদ ৩ মাসের জন্য বাড়িয়েছে কেন্দ্র। যা খুবই দুঃখজনক। আমাদের গণতান্ত্রিক দেশেও এমন ঘটছে।’ এরপরই তিনি জানান, ‘এটা অসাংবিধানিক পদক্ষেপ।’
এই প্রসঙ্গে মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। পিডিপি নেত্রী জানান, কেন্দ্র কোনমতেই চায় না জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের বন্দিদশা থেকে মুক্তি দিতে। এ প্রসঙ্গে এক ট্যুইটে তিনি লেখেন, ‘৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই ভারত সরকারের।’
আরও পড়ুন : আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, তাঁর ছেলে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সহ জম্মু ও কাশ্মীরের প্রথম সারির রাজনৈতিক নেতারা গত ৫ আগষ্ট ‘বিশেষ সুবিধা’ তুলে নেওয়ার দিন থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন। কেন্দ্র সরকার ফারুক আবদুল্লার বন্দিদশার মেয়াদ ৩ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩ বারের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৫ আগষ্ট থেকে নিজের বাড়িতেই বন্দি রয়েছেন।