নিউজরাজ্য

CAB-NRC ইস্যু : রাজ্যের বর্তমান পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে আজ রাজ্যে পা রাখবেন মোদী

Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ফুঁসছে বাংলা। জেলায় জেলায় চলছে অবরোধ, জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাস। বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যে বিক্ষোভকারীদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংযত না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

এই পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপি সুত্রে খবর অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ঝাড়খণ্ডের দুমকায় যাবেন। বর্তমানে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন চলছে। ঝাড়খণ্ডে ৫ দফার ভোটের মধ্যে শেষ হয়েছে দুই দফার ভোটগ্রহণ। এখনও বাকি তিন দফার।

আরও পড়ুন : রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গের এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় নেই : রাহুল সিনহা

১২ ডিসেম্বর ঝাড়খণ্ডে তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যে নেমে কিছু সময়ের জন্য হলেও রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন নরেন্দ্র মোদী। এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে পারেন দলের নেতাদের সঙ্গে।

Related Articles

Back to top button