নতুন বছরের জানুয়ারি মাসে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১৪ ই জানুয়ারি মুম্বইতে প্রথম ওডিআই, ১৭ ই জানুয়ারি রাজকোটে দ্বিতীয় ওডিআই এবং ১৯ শে জানুয়ারি বেঙ্গালুরুতে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
আজ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এই সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে। সেখানে দেখা যাচ্ছে একাধিক হেভিওয়েট এর নাম নেই। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টোয়নিস, উসমান খোয়াজা, শন মার্শ, নেথান লিওন ও নেথান কুল্টার-নাইল ঘোষিত ১৪ সদস্যের দলে নেই। যদিও মানসিক সমস্যা কাটিয়ে ম্যাক্সওয়েল এখন ম্যাচ খেলার জন্য ফিট বলে জানিয়েছেন। নতুন মুখ হিসেবে দলে এসেছেন মার্নুস লাবুশান। টেস্টে অসাধারণ ফর্মের জন্য তিনি এই সুযোগ পেয়েছেন বলে মনে করা হচ্ছে। আসুন একনজরে দেখে নেওয়া যাক ১৪ সদস্যের দলে কে কে রয়েছেন।
আরও পড়ুন : প্রথম একদিনের ম্যাচে ভারতের হারের কয়েকটি কারণ
অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, আলেক্স কেরি(সহ-অধিনায়ক), প্যাট কামিন্স(সহ-অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, জোশ হ্যাজলউড, মার্নুস লাবুশান, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।