ডিসেম্বরের মধ্যসপ্তাহ অতিক্রম করলেও ঠান্ডার দেখা পাওয়া যাচ্ছে না। শীত প্রেমী মানুষরা তো হতাশ হয়ে পড়েছেন, এবারে বলছি আর ঠাণ্ডা পড়ল না।
তবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যেই শীত আসতে চলেছে পশ্চিমবঙ্গে। এক ধাক্কাতেই ২- ৪ডিগ্রি তাপমাত্রা কমবে। আজ কলকাতায় তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৮. ৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। আকাশ মেঘলা ঢাকায় তাপমাত্রা খানিকটা বেশি থাকলেও আগামী দিনে এই পারদ নামতে শুরু করবে।
আরও পড়ুন : পোশাক বিতর্কে মোদীকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ থেকে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার প্রভৃতি জায়গা ঘন কুয়াশায় ঢাকা থাকবে।আশা করা যাচ্ছে এই খবরটি শীতপ্রেমী মানুষের কাছে আশার খবর হবে।