বছর শেষের শীতের বিকেলে নিজের গ্রাহকদের জন্য খুশির খবর নিয়ে এল এলআইসি। বিমার জগতে নজির সৃষ্টি করে আরও একবার সময়ের মধ্যেই নিষ্পত্তি করলো সমস্ত ক্লেম। এই মুহূর্তে এলআইসি দেশের একমাত্র বিমা সংস্থা যার কোন ক্লেমই অমিমাংসিত নেই। ভারতীয় বিমা অথরিটির দেওয়া তথ্য অনুসারে সংস্থার দপ্তরে মোট ১০২১২৭ টি ক্লেম জমা পড়েছিল এক বছরে। সমস্ত ক্লেমের মীমাংসা করেছে সংস্থা। ভারতের জীবন বিমা নিগমের এই পরিসংখ্যান ২০১৮-১৯ অর্থবর্ষের।
আরও পড়ুন : নতুন নিয়মের মোড়কে ডিজিটাল ব্যাংকিং, জেনে নিন
১০০ শতাংশ ক্লেমের নিষ্পত্তি ঘটিয়ে পরপর টানা ৫ বছর তাদের রেকর্ড অক্ষুন্ন রাখলো ভারতের জীবন বীমা নিগম। অবশ্য অন্যান্য বেসরকারি বিমা সংস্থাগুলিও খুব একটা পিছিয়ে নেই। ৯৯.৮৬ শতাংশ ক্লেমের মীমাংসা করেছে দেশের অন্যান্য বেসরকারি বীমা সংস্থাগুলি।