সংখ্যার ভিত্তিতে রাজ্যগুলিতে সংখ্যালঘু নির্ধারণ করার আর্জি খারিজ সুপ্রীম কোর্টে
জাতীয় তথ্যের বদলে রাজ্য ভিত্তিক তথ্যের উপর নির্ভর করে সংখ্যালঘু সম্প্রদায় সংজ্ঞায়িত করা উচিত নয় বলে মন্তব্য করলেন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। মঙ্গলবার একটি জনস্বার্থ মামলায় রায় দেওয়ার সময় এই মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি। জনসংখ্যা কম বলে দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করার আর্জি খারিজ করে একথা বলেন প্রধান বিচারপতি।
সুপ্রীম কোর্টের বিচারপতি অশ্বিনী উপাধ্যায় একটি জনস্বার্থ মামলা করেছিলেন এই বিষয়ে। সেই মামলাটিরই আজ শুনানি ছিল শীর্ষ আদালতে। সেখানেই প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বলেন, ‘স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে রাজ্যগুলি গঠিত হয়নি। ভাষার ভিত্তিতে হয়েছিল। তাই ধর্মকে একটি ছোট ভৌগোলিক গন্ডিতে আটকে রাখা ঠিক হবেনা।’ প্রধান বিচারপতি আরও বলেন, ‘কে হিন্দু, কে মুসলিম বা কে পার্সি এই নিয়ে ভাববার সময় কোথায়।’
আরও পড়ুন : দিল্লিতে নাগরিকত্ব আইনের সহিংস প্রতিবাদে পুলিশকে ছোঁড়া হল পাথর, কাঁচের বোতল ও কাঁদানে গ্যাস
বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘অনেক রাজ্যেই হিন্দুদের সংখ্যা খুবই কম। ফলে সেখানে সংখ্যালঘু হওয়ার পর্যাপ্ত সুযোগসুবিধা গুলো পাচ্ছেন না হিন্দুরা।’ কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালও শীর্ষ আদালতের রায়ের সাথেই মত দেন। তিনি বলেন, ভাষার ভিত্তিতেই দেখা হবে কে সংখ্যালঘু কে নয়। অন্য কিছুর ভিত্তিতে নয়।