বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে, ভারতের বিভিন্ন অঞ্চলে বেসরকারী এবং সরকারি ব্যাঙ্কগুলি সেপ্টেম্বরে মোট ১৫ দিনের জন্য বন্ধ থাকবে । আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কাজ থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা সেরে ফেলুন, যাতে ব্যাঙ্ক বন্ধ থাকা অবস্থায় আপনি সমস্যার সম্মুখীন না হন। সেপ্টেম্বরের ১৫ দিনের ছুটির মধ্যে রয়েছে জাতীয় এবং আঞ্চলিক ছুটির পাশাপাশি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। এই ছুটির কিছু দেশজুড়ে ব্যাঙ্কগুলিতে প্রযোজ্য হবে, যখন কিছু নির্দিষ্ট রাজ্য এবং অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে৷ ব্যাঙ্কগুলি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে। তবে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন Google Pay, Phone Pay, Paytm, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে।
সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:
1 সেপ্টেম্বর: রবিবার
4 সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি (গৌহাটি)
7 সেপ্টেম্বর: গণেশ চতুর্থী (প্রায় সমগ্র ভারত)
8 সেপ্টেম্বর: রবিবার
14 সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার, প্রথম ওনাম (কোচি, রাঁচি এবং তিরুবনন্তপুরম)
15 সেপ্টেম্বর: রবিবার
16 সেপ্টেম্বর: বড়ভাফাত (প্রায় সমগ্র ভারত)
17 সেপ্টেম্বর: মিলাদ-উন-নবী (গ্যাংটক ও রায়পুর)
18 সেপ্টেম্বর: পাং-লাহাবসোল (গ্যাংটক)
20 সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ-উল-নবী (জম্মু ও শ্রীনগর)
22 সেপ্টেম্বর: রবিবার
21 সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস (কোচি এবং তিরুবনন্তপুরম)
23 সেপ্টেম্বর: মহারাজা হরি সিংয়ের জন্মদিন (জম্মু ও শ্রীনগর)
28 সেপ্টেম্বর: চতুর্থ শনিবার
29 সেপ্টেম্বর: রবিবার