নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রথম দিন থেকেই জেলায় জেলায় প্রতিবাদ, বিক্ষোভ মিছিল চলেছে। এই পরিস্থিতিতে এবার খোদ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সংশোধিত নাগরিকত্ব আইন এবং NRC এর প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার বিভিন্ন জেলা।জ্বলেছে আগুন, ক্ষতি হয়েছে কোটি টাকার সরকারি সম্পত্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন যে, “ভাঙচুরের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমদানি করা। তিনিই তো ভাঙচুর করতে শিখিয়েছিলেন। চারদিন ধরে ভাঙচুর চলল, ব্যবস্থা নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।”
আরও পড়ুন : সংখ্যার ভিত্তিতে রাজ্যগুলিতে সংখ্যালঘু নির্ধারণ করার আর্জি খারিজ সুপ্রীম কোর্টে
তিনি আরও বলেন যে, এই আইন পাস হওয়ার এক সপ্তাহ আগে থেকেই সকলে জানতো, বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই নিয়ে চর্চা হয়েছে। তাহলে এখন কেন মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করছেন তাই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তিনি বলেন, এই আইনের মূল উদ্দেশ্যে হলো ধর্মীয় ভাবে নিপীড়িত উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান, সাধারণ মানুষ এখন বিষয়টি বুঝতে পেরেছেন। যাদবপুরের মিছিলে মুখ্যমন্ত্রী প্রত্যেককে শপথ বাক্য পাঠ করানোয় দিলীপ ঘোষ তাকে মহিলা হিটলার বলেও কটাক্ষ করেছেন।