বিশাখাপত্তনম: জুলাই-আগস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর স্বাভাবিক ক্রিকেটে আর দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বিদেশে গিয়ে শুশ্রূষা করিয়েও এসেছেন। আস্তে আস্তে অনেকটাই সেরে উঠেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে কোহলি-রোহিতদের বল করতে দেখা গেল বুমরাহকে।
চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদিও দলে নেই জসপ্রীত বুমরাহ। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব চলছে তার। তিনি কতটা সুস্থ হয়ে উঠেছেন তা দেখার জন্য ভারতীয় দলের ব্যাটসম্যানদের নেটে বল করার পরামর্শ দেন ফিজিও ও বিশেষজ্ঞরা। সেই জন্যই আজ ভারতীয় দলের সঙ্গে নেটে প্রস্তুতি সারেন বুমরাহ।
আরও পড়ুন : জাদেজার রান আউট নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ কোহলি
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে টুইট করে সেই ছবি শেয়ার করা হয়। বিসিসিআইয়ের এক প্রতিনিধি জানান নতুন বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরের আগেই চূড়ান্ত ফিট বুমরাহকে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই এর থেকে ভালো প্রস্তুতি আর হতে পারে না। যেখানে বিরাট কোহলি রোহিত শর্মা দের মত প্রথম সারির ব্যাটসম্যানদের বল করার সুযোগ থাকছে।