যেদিন থেকে নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি হয়েছে, সেদিন থেকেই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রথমে উত্তর-পূর্ব ভারত, তারপর পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাস, স্টেশন এমনকি থানাও। বিপদে পড়েছেন সাধারণ মানুষ।
এই ঘটনায় মন্তব্য করার কারণে রাজ্যের নগর ও পুর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায়। শুক্রবার তিনি বলেছিলেন “বাংলা ধর্মনিরপেক্ষ জায়গা। এখানে মস্তানি করা ঠিক নয়। যারা এই ধরনের রাস্তা আটকাচ্ছে, তারা বিজেপির হাত শক্ত করছে। বাংলা সেকুলার জায়গা।”
আরও পড়ুন : ‘হিটলার’ বলে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপ ঘোষের
এখানেই শেষ নয় তিনি আরও বলেন, “সাহস থাকলে অমিত শাহ এর বাড়ির সামনে বিক্ষোভ করতে। মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তান বলেও আখ্যা দিয়েছেন তিনি।”
তার করা এই মন্তব্যগুলিকে উস্কানীমূলক হিসেবে দাবী করে দমদমের বাসিন্দা সুমন ভট্টাচার্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং এর শুনানি হতে পারে এই সপ্তাহেই। শুধু ফিরকাম হাকিমই নন এই আইনের বিরোধিতা করায় খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।