মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ বিশেষজ্ঞরা সবসময়ই বিনিয়োগকারীদেরকে দীর্ঘ সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরামর্শ দেন। কারণ, দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে চক্রবৃদ্ধির মাধ্যমে আয় অনেক বেশি হয়। আসলে চক্রবৃদ্ধি হার হল কোনো বিনিয়োগের উপর প্রাপ্ত সুদ বা রিটার্ন আবার নতুন মূলধনের সাথে যোগ হয়ে নতুন করে সুদ বা রিটার্ন আনে। ফলে সময়ের সাথে সাথে বিনিয়োগের পরিমাণ গুণিতক হারে বৃদ্ধি পায়। আজ এই প্রতিবেদনে আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডের মতো মিউচুয়াল ফান্ড স্কিমে চক্রবৃদ্ধি রিটার্নের প্রসঙ্গে আপনাদের বিস্তারিত জানাবো।
যদি কেউ আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে ১ লক্ষ টাকা ১ বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে প্রায় ২৯.৭৪% রিটার্ন পাবেন। অর্থাৎ, ১ বছর পরে তার মোট পরিমাণ দাঁড়াবে প্রায় ১.২৯ লক্ষ টাকা। অন্যদিকে যদি কেউ একই ফান্ডে ৩ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে তিন বছর পরে সেই বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ১.৮৭ লক্ষ টাকা। ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে বিনিয়োগের মেয়াদ শেষে তিনি প্রায় ২১.৬৩% হারে রিটার্ন হিসেবে প্রায় ২.৬৬ লক্ষ টাকা পেয়ে যাবেন। আর ১০ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে তিনি প্রায় ৪.০৭ লক্ষ টাকা পাবেন।
আবার কেউ যদি মিউচুয়াল ফান্ডটি চালু হওয়ার সময় অর্থাৎ গত ৩১ অক্টোবর ২০০২ তারিখে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ২১.৫৬% হারে তাঁর বিনিয়োগের রিটার্ন প্রায় ৭০ লক্ষ টাকায় পৌঁছে যাবে। সুতরাং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে চক্রবৃদ্ধি হারের সুবিধা গ্রহণ করে বিনিয়োগের পরিমাণ অনেকগুণ বৃদ্ধি করা সম্ভব। icicipruamc.com থেকে জানা যাচ্ছে যে, এই স্কিমের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম)-এর পরিমাণ গিয়ে পৌঁছেছে ৪৬৪৮৮ কোটি টাকায়। এই স্কিমের মূল কনস্টিটিউয়েন্স স্টকের মধ্যে অন্যতম হল – আইসিআইসিআই ব্যাঙ্ক (৪.৯৫ শতাংশ), এইচডিএফসি ব্যাঙ্ক (৪.৬১ শতাংশ), এনটিপিসি (৪.২ শতাংশ), মারুতি সুজুকি (৩.৮৪ শতাংশ), আরআইএল (৩.০৩ শতাংশ), ইনফোসিস (২.৪৬ শতাংশ), এসবিআই কার্ডস (২.৪২ শতাংশ), বাজাজ ফিনসার্ভ (২.৩ শতাংশ), সান ফার্মা (২.২৯ শতাংশ)। তবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ঝুঁকি থাকে। বিনিয়োগ করার আগে সম্পূর্ণ তথ্য জেনে নিন এবং নিজের ঝুঁকি সহনশীলতার সাথে মিলিয়ে বিনিয়োগ করুন।