Indian Railways: এই পাঁচটি নিয়ম অনুসরণ করলে নিশ্চিতভাবে পেয়ে যাবেন তৎকাল টিকিট, জেনে নিন সবকিছু বিস্তারিতভাবে
আপনি যদি তৎকাল টিকিট বুক করতে চান তাহলে আপনার জন্য রয়েছে পাঁচটি বড় টিপস
প্রতিদিন ভারতের কোটি কোটি মানুষ ভারতীয় রেলে ভ্রমণ করে থাকেন। ভারতীয় রেল এই মুহূর্তে যাত্রীদের সবথেকে ভালো ভ্রমণের মাধ্যম হয়ে উঠেছে। এই মুহূর্তে ভারতের বহু মানুষ চান, যাতে ভারতীয় রেলের সময়মতো নিশ্চিত টিকিট পাওয়া যায়। কিন্তু, ভারতীয় রেলের সব থেকে বড় সমস্যা হলো, সব সময় কিন্তু টিকিট পাওয়া যায় না। তৎকাল টিকিট বুকিং এর অপশন আপনার কাছে রয়েছে, তবে তৎকাল টিকিট বুক করার পদ্ধতিটা খুব একটা সহজ নয়। তবে আমরা আজকে আপনাকে এমন একটি পদ্ধতি জানাতে চলেছি যার মাধ্যমে খুব সহজে আপনি তৎকাল টিকিট বুক করতে পারবেন।
১. ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন
ট্রেনে তৎকাল টিকিট বুক করার আগে আপনার অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করতে হবে। যদি আপনার ইন্টারনেট সংযোগ ভালো হয় তবেই কিন্তু আপনি বুক করতে পারবেন তৎকাল টিকিট। এক থেকে দুই মিনিটের সময় পাবেন আপনি তৎকাল টিকিট বুক করার। এমন পরিস্থিতিতে যদি আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনার তৎকাল টিকিট বুক হবে না।
২. লগইন করার সঠিক সময় কি
যদি আপনি তাৎক্ষণিকভাবে টিকিট বুক করতে চান তাহলে আপনাকে সঠিক সময়ে লগইন করতে হবে। এসি কোচের জন্য প্রতিদিন সকাল দশটায় এবং স্লিপার কোচের জন্য প্রতিদিন সকাল ১১ টায় তৎকাল টিকিটের বুকিং শুরু হয়। আপনাকে বুকিং শুরু হবার দুই থেকে তিন মিনিট আগে লগইন করতে হবে।
৩. মাস্টার লিস্ট চেক করুন
আইআরসিটিসি তার গ্রাহকদের মাস্টার লিস্ট নামের একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে আগে থেকেই যাতে তারা বুকিং এর আগে সমস্ত ইনফরমেশন পেয়ে যান। সে ক্ষেত্রে বুকিং করার সময় আপনার অনেকটা সময় বেঁচে যাবে, যদি আপনি আগে থেকে মাস্টার লিস্ট চেক করে রাখেন।
৪. ইউপিআই পেমেন্ট ব্যবহার করুন
যদি আপনি তৎকাল টিকিট বুক করেন তাহলে অবশ্যই ইউপিআই পেমেন্ট ব্যবহার করবেন। ডেবিট কার্ডের মাধ্যমে বুকিং করতে সময় বেশি লাগে। UPI দিয়ে বুকিং করলে আপনি খুব কম সময়ের মধ্যে তৎকাল টিকিট বুক করতে পারবেন।
৫. এই বিকল্পগুলিও দেখুন
আপনাদের জানিয়ে রাখি যদি আপনি দুটি শহরের মধ্যে ভ্রমণ করতে চান তবে দীর্ঘ ভ্রমণের ট্রেনের পরিবর্তে, আপনি ব্রেক জার্নি করতে পারেন। সে ক্ষেত্রে আপনার টিকিট পাবার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। সে দিক থেকে দেখতে গেলে আপনার সেই ট্রেন বেছে নিতে হবে যেখানে তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা একটু বেশি।