নিউজরাজ্য

রাজ্যে ঢুকছে উত্তরের হাওয়া, এক ধাক্কায় অনেকটাই নামল পারদ

Advertisement

এক ধাক্কায় আবহাওয়ার অনেকটা পতন হলেও তবে এই ঠাণ্ডা বেশিদিন থাকবে না এমন টাই জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, শুক্রবার আবহাওয়া আবার পরিবর্তিত হতে পারে, আবারো শীত কে আটকাতে পারে পশ্চিমী ঝঞ্জা। যার ফলে বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন : ‘এনআরসি আতঙ্কে আত্মহত্যা ৩০ জনের, দায় নেবে কে?’ প্রশ্ন মমতার

মঙ্গলবার কলকাতা তাপমাত্রা ছিল ১৮.৬, বুধবার তাকে হল ১৫.৬ সপ্তাহান্তে অবশ্য ১৩ ডিগ্রিতে নামতে পারে। বুধবার পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা সমস্ত জায়গাতেই বইবে কনকনে উত্তরে হাওয়া। শীত প্রেমীদের কাছে এটি যথেষ্ট আনন্দের খবর হলেও আনন্দ কিন্তু বেশিদিন স্থায়ী হবে না। তাপমাত্রা আরও বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এ। তাই যতদিন শীত রয়েছে ততদিন শীত প্রেমীরা উপভোগ করুন ঠাণ্ডা কনকনে শীত।

Related Articles

Back to top button