দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট মাঠের চারিদিকেই বল মারার ক্ষমতা রয়েছে তার তাই গোটা বিশ্ব তাকে চিনে মিস্টার ৩৬০ নামে। বিশ্ব ক্রিকেটে তার ভক্তকুলের সংখ্যাও অগণিত। কিন্তু সেই ভক্তদের হতাশ করে দুবছর আগে দেশের হয়ে খেলা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। কিন্তু এখনও দেশের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলেন তিনি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মার্ক বাউচার। বাউচার নিযুক্ত হওয়ার পর এবি ডি ভিলিয়ার্সকে অনুরোধ জানান অবসর ভেঙে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা মানসি সুপার লিগেও ডিভিলিয়ার্স দারুন পারফরম্যান্স করেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দুপ্লেসি জানান কথাবার্তা চলছে। খুব শীঘ্রই এবি অবসর ভেঙে জাতীয় দলে ফিরবেন।
আরও পড়ুন : দ্বিতীয় ম্যাচ জিততে মরিয়া, বোলিং আক্রমণে পরিবর্তন আনতে পারে ভারত
দক্ষিণ আফ্রিকার অধিনায়কের এই বক্তব্যের পর ভক্তগনের মধ্যে জল্পনা তৈরি হয়েছে যে তাহলে এবি ডি ভিলিয়ার্স কে কি খেলতে দেখা যাবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু তাহলে তাকে খুব শিগগিরই জাতীয় দলে ফিরতে হবে এবং তারপর দেশের হয়ে কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বিশ্বকাপের আগে।