আজ থেকে বদলে গেল এই ট্রাফিক নিয়ম, না মানলে এবার থেকে দিতে হবে বিশাল জরিমানা
আজ থেকে ট্রাফিক নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতের এই রাজ্য
আপনার যদি একটি টু হুইলার থাকে এবং আপনাকে প্রতিদিন অফিসে যেতে হয় তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। এখন থেকে স্কুটার বা বাইক চালানোর সময় আরোহীদের অবশ্যই কিন্তু হেলমেট পরতে হবে। নতুন মোটর যান আইনের অধীনে এবারে পিলিয়ন আরোহীদের জন্য হেলমেট পরাটা একেবারে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশের পর থেকে আজ থেকে অন্ধ্রপ্রদেশের বড় শহর বিশাখাপত্তনামে নতুন করে এই নিয়ম কার্যকর হতে চলেছে। এবার থেকে যারা পিলিয়ন আরোহী রয়েছেন তাদেরকে হেলমেট পরতেই হবে বাইকে যাওয়ার সময়।
এই নিয়মগুলো মেনে চলতে হবে আপনাকে
বিশাখাপত্তনম পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যদি কোন পিলিয়ন আরোহী হেলমেট না পড়ে বাইকে চলেন তাহলে তাকে কিন্তু নিয়ম লঙ্ঘনের জন্য ১০৩৫ টাকার চালান জারি করা হবে। পাশাপাশি যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের তিন মাসের জন্য লাইসেন্স স্থগিত রাখা হবে পুলিশের তরফ থেকে। এর পাশাপাশি চালক এবং পিলিয়ান আরোহী দুজনের হেলমেটের মান নিয়ে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জানানো হয়েছে। শুধুমাত্র আইএসআই চিহ্নিত হেলমেট পরা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে।
ভারতের অন্য শহরগুলিতে নিয়ম কি?
আপনাদের জানিয়ে রাখি মুম্বাই হোক বা দিল্লি, ভারতের বড় শহরগুলোতে কিন্তু স্কুটার এবং বাইকের পিছনে বসা পিলিয়ান যাত্রীদের জন্য হেলমেট পরার নিয়ম অত্যন্ত কঠোরভাবে পালন করা হয়। অনেক শহরে এমন বন্দোবস্ত আছে যে শুধুমাত্র হেলমেট না পরার কারণ এই দুই টাকার পিছনের যাত্রীদের বিরুদ্ধে চালান জারি করা হয়। এইরকম পরিস্থিতিতে আপনাকে কিন্তু এবার থেকে অবশ্যই হেলমেট পরে তবেই বাড়ি থেকে বেরোতে হবে।