Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধও হতে পারে, নাগরিকত্ব বিল নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে হুঁশিয়ারি ইমরান খানের

Advertisement

এবার ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে তোপ দাগলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। জেনেভায় বিশ্ব শরণার্থী সম্মেলনে গিয়ে আজ ইমরান খান মন্তব্য করেন যে, ‘ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি বিঘ্নিত হতে পারে এবং এর ফলে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।’ এই মুহুর্তে ভারতে শরণার্থী সমস্যা অন্য যেকোনো সমস্যার থেকে বেশি বিপজ্জনক, একথাও বলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

জেনেভাতে বিশ্ব শরণার্থী সম্মেলনের ভাষণে ইমরান খান বলেন যে, ভারতীয় সংসদ দ্বারা গৃহীত আইনটি কেবল দক্ষিণ এশীয় অঞ্চলে শরণার্থী সংকটের দিকে পরিচালিত করবে না, পারমাণবিক-সশস্ত্র দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের কারণও হতে পারে। চলতি বছরের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের জন্যও তিনি নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন এদিন।

আরও পড়ুন : প্রথমে গ্রেফতার, পরে জামিনে মুক্তি পেলেন বাংলার দুই বিজেপি সাংসদ

ইমরান খানের এই মন্তব্যের পাল্টা বিবৃতি দিয়েছে দিল্লিও। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ইমরান খান আগে নিজের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মনযোগ দিক। তার দেশের পরিস্থিতি আগে ঠিক করুন তিনি। বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, নিজের দেশের সংখ্যালঘুদের দিকে আগে নজর দিক পাকিস্তান। এদিকে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত দেশ জুড়ে। আজও একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের প্রধান লক্ষ্য সরকারি সম্পত্তি নষ্ট করা।

Related Articles

Back to top button