নাগরিকত্ব আইন এর প্রতিবাদে গোটা ভারত সহ বাংলাও উত্তপ্ত। সেই আঁচ পড়েছে শহর কলকাতাতেও। এরই মাঝে রবিবার আয়োজিত হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ। এই পরিস্থিতিতে ম্যাচের দিন পুলিশি নিরাপত্তাজনিত অভাব তৈরি হয়েছে। তাই বাতিল হয়ে গেল রবিবার ২২ শে জানুয়ারির ডার্বি ম্যাচ। ম্যাচটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটে একটি বৈঠকের পর বিধাননগরের ডেপুটি কমিশনার জানান “আমাদের তরফ থেকে কোনো অসুবিধা ছিল না, উদ্যোক্তারাই ম্যাচ পিছিয়ে দেয়”। যদিও কর্মকর্তারা জানান পুরো স্টেডিয়ামে নিরাপত্তা দিতে পারবেনা বলেছে বিধাননগর পুলিশ তাই দর্শক সংখ্যা অর্ধেকেরও কমিয়ে দিতে হবে। এরকম পরিস্থিতিতে ম্যাচ আয়োজন সম্ভব নয়। তাই ম্যাচটি পিছিয়ে দেওয়া হচ্ছে।
রবিবার ম্যাচের জন্য অনলাইন টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছিল ইতিমধ্যেই। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যারা টিকিট কেটে ফেলেছেন তারা ঐ টিকিট দিয়েই যখন ম্যাচটি হবে সেটি দেখতে পারবে। এক্ষেত্রে বাঙাল-ঘটির সেই চিরাচরিত লড়াই দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা দিন।