Hot Dance Video: ভোজপুরি গানে বোল্ড ডান্স শিক্ষিকার, ভিডিও দেখে ট্রোলড করছেন নেটিজেনরা
বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি ধারাবাহিকভাবে ভাইরাল হয়েছে সেটি হল ভোজপুরি গানের সাথে ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও।
আজকের দিনে ডিজিটাল প্লাটফর্ম মানেই ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও। যেখানে কয়েক বছর আগে ডিজিটাল প্লাটফর্ম মানেই ছিল বলিউডের হাতেগোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের বিচরণ ক্ষেত্র, সেখানে আজ ইউটিউব, ফেসবুক সহ ইনস্টাগ্রামের মত জনপ্রিয় অ্যাপ্লিকেশনের হাত ধরে রঙিন আলোর পর্দায় যুক্ত হয়েছে সর্বসাধারণ। বর্তমানে দক্ষ অভিনয় এবং সঠিক কনটেন্ট ব্যবহার করে যে কেউ রাজত্ব করতে পারেন ডিজিটাল প্লাটফর্মে। আর বিগত কয়েক বছরে এই ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে একাধিক যুবতী হয়ে উঠেছেন সেলিব্রেটি।
তবে বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি ধারাবাহিকভাবে ভাইরাল হয়েছে সেটি হল ভোজপুরি গানের সাথে ভারতীয় সেক্সি যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও। বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিওগুলি ভাইরাল হয়েছে চোখের পলকে। আর আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ঠিক তেমন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি। যেখানে ভারতীয় সেক্সি যুবতীকে ভোজপুরি গানের সাথে অবিশ্বাস্য ভঙ্গিতে ডান্স করতে দেখা গেছে।
তবে ভিডিওটি প্রসঙ্গে বলার পূর্বে আমরা আপনাদের বলি, গত ৫ই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ওই দিনটি পুরো ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়েছে। শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে। তবে সংস্কৃতির বাইরে গিয়ে শিক্ষক দিবস উদযাপন করে রীতিমতো ভাইরাল হয়েছেন এক শিক্ষিকা।
টুইটারে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ‘আজ কি রাত’ গানে প্রকাশ্যে উত্তপ্ত ডান্স করছেন ওই শিক্ষিকা। যা দেখার পর ওই শিক্ষিকার শিক্ষার উপর প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”শিক্ষক দিবসের মত মহান দিনে শিক্ষকের কি ভূমিকা নেওয়া উচিত তা জানা নেই এই শিক্ষিকার। অন্য একজন লিখেছেন,”শিক্ষিকার শিক্ষা যদি এই হয়, তবে ছাত্র ছাত্রীদের অবস্থা কি হবে?”
कुछ अलौकिक और दिव्य चीजें इंसान को मरने के बाद ही प्राप्त होती हैं। अब भारत रत्न सर्वपल्ली राधाकृष्णन जी को ही देख लीजिये। ऐसा सांस्कृतिक वातावरण में सम्पन्न होता शिक्षक दिवस उन्होंने जीते जी कभी नही देखा होगा। मने कि पठन-पाठन का इतना उच्चस्तरीय वातावरण किसी को क्या ही नसीब होगा।… pic.twitter.com/adxBwaqJRL
— Atul Kumar Rai (@AuthorAtul) September 7, 2024