Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railway: TC ও TTE-এর মধ্যে পার্থক্য কী? ৯০% লোক এর উত্তর জানেন না

আপনি নিশ্চয়ই বহুবার ট্রেনে (Indian Railways) ভ্রমণ করেছেন। টিটিই (TTE)-কে দেখেছেন টিকিট পরীক্ষার করার কাজে। অনেকে টিটিই নামে চেনেন আবার অনেকে বলেন টিসি (TC)। এই দু'টি নাম একই ব্যক্তির জন্য…

Avatar

আপনি নিশ্চয়ই বহুবার ট্রেনে (Indian Railways) ভ্রমণ করেছেন। টিটিই (TTE)-কে দেখেছেন টিকিট পরীক্ষার করার কাজে। অনেকে টিটিই নামে চেনেন আবার অনেকে বলেন টিসি (TC)। এই দু’টি নাম একই ব্যক্তির জন্য নাকি রয়েছে অন্য কোনও অর্থ সে ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা থাকে। এ ব্যাপারে আলোকপাত করার জন্য আজকের এই প্রতিবেদন।

TC ও TTE-এর মধ্যে কী পার্থক্য?

আসলে টিটিই এবং টিসি ভিন্ন কর্মকর্তা। তবে উভয়ের কাজ যাত্রী যাচাই করা এবং বিনা টিকিটে ভ্রমণকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা। কালো কোট ও সাদা পোশাক পরা এই অফিসাররা বিনা টিকিটে ট্রেনে যাতায়াতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন। রেলওয়েতে টিসি মানে টিকিট কালেক্টর। এই পদের আওতায় থাকা ব্যক্তিদের কাজ হল রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন থেকে আসা যাত্রীদের টিকিট চেক করা। তারা টিকিটবিহীন যাত্রীদের নিয়ম অনুযায়ী জরিমানা আদায় করেন এবং যারা জরিমানা দেয় না তাদের পুলিশের হাতে তুলে দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

TTE-এর কাজ কী?

টিটিই মানে ট্র্যাভেল টিকিট এক্সামিনার। তাঁরা ট্রেনে থেকে যাত্রীদের টিকিট চেক করেন। যাত্রীদের আসন সংক্রান্ত তথ্য যাচাই করার কাজ করেন, ভ্রমণকারী যাত্রীদের শনাক্ত, সন্দেহ হলে তাদের পরিচয়পত্র খতিয়ে দেখার কাজ করেন। বিনা টিকিটে ট্রেনের ভেতরে কোনো যাত্রী পেলে জরিমানা বা পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতা টিটিইর রয়েছে।

difference between Indian Railways TTE and TC

এটাই হল পার্থক্য

এবার নিশ্চই টিসি এবং টিটিইর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। রেলস্টেশনের প্লাটফর্ম ও এক্সিট গেটের কাছে টিসিরা সব সময় উপস্থিত থাকেন। তাঁরা সাধারণত সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে থাকেন। টিটিই থাকেন ট্রেনের ভিতরে।

About Author