ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সস্তা ইলেকট্রিক গাড়িতে রয়েছে ৪০০ কিমি রেঞ্জ, জেনে নিন BYD SEAGULL এর ব্যাপারে বিস্তারিত

আপনি যদি নতুন ইলেকট্রিক গাড়ি কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন অপশন

Advertisement

চীনের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি BYD ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ি বাইকের মার্কেটে একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে। এই মুহূর্তে এই কোম্পানিটি ইলেকট্রিক গাড়ি তৈরিতে শীর্ষে রয়েছে। নতুন ধারণা এবং পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করার কারণে এই কোম্পানির গাড়ি বিশ্বের বাজারে বেশ জনপ্রিয়। এখনো পর্যন্ত ভারতের বাজারে এই কোম্পানির ইলেকট্রিক গাড়ি না আসলেও, চীনের বাজারে কিন্তু BYD নিঃসন্দেহে একটা বড় কোম্পানি উঠেছে। শুধু গাড়ি নয়, এই কোম্পানিটি কিন্তু ইলেকট্রিক বাস তৈরি করে থাকে। তবে এবারে তারা তাদের নতুন গাড়ি BYD SEAGULL নিয়ে বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই এই নতুন গাড়ির নকশা এবং বৈশিষ্ট্য মুক্তি পেয়েছে। চলুন তাহলে এই গাড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BYD SEAGULL আকর্ষণীয় ফিচার

BYD কোম্পানির এই গাড়িটির ডিজাইন অত্যন্ত স্মার্ট এবং আধুনিক হতে চলেছে যা আজকের দিনের সাথে একেবারে মানানসই। এই গাড়ির দৈর্ঘ্য হতে চলেছে ৩৭৮০মিঃমি। ফলে ছোট বৈদ্যুতিক গাড়ি হিসেবে এটা বেশ নাম করবে বলে মনে করা হচ্ছে। আরামদায়কভাবে শহরে চালানোর জন্য এই গাড়িটি কে তৈরি করা হয়েছে। এই গাড়ির শৈলী এবং কার্যকারিতা দুটোই খুব ভালো। তবে ছোট বৈদ্যুতিক গাড়ি হলেও ডিজাইনের দিক থেকে কিন্তু একেবারেই খুব একটা খারাপ নয়। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি আকর্ষণীয় হেডলাইট যার ফলে খুব সহজেই যে কোন অন্ধকার রাস্তায় আপনারা দেখতে পাবেন। এই গাড়িতে আরো থাকছে লেটেস্ট টেকনোলজি বিশিষ্ট স্মার্ট টাচ স্ক্রীন সিস্টেম। তার সাথে থাকছে সহজ নেভিগেশন সিস্টেম এবং এসি কন্ট্রোল। এছাড়াও অ্যাডভান্সড ব্রেক এবং ড্রাইভারকে সাহায্য করার জন্য একটি নতুন সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে খুব সহজে এই গাড়িকে কন্ট্রোল করা যাবে।

দমদার পারফরমেন্স এবং দাম

এই গাড়িতে আপনারা দুটি ব্যাটারি প্যাক বিকল্প পেয়ে যাবেন। প্রথমটি হল ৩০ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক বিকল্প, যেখানে আপনারা ৭২ ps এর ইলেকট্রিক মোটর দেখতে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ৩০৫ কিঃমিঃ এর রেঞ্জ। অন্যদিকে, রয়েছে একটি ৩৮ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক বিকল্প যেখানে আপনাদের জন্য রয়েছে একটি ১০০ ps ক্ষমতা বিশিষ্ট মোটর এবং থাকছে ৪০৫ কিলোমিটারের রেঞ্জ। এই গাড়ির দাম শুরু হচ্ছে ১০ লক্ষ টাকা থেকে। যদি এই দামেই ভারতের বাজারে এই গাড়ি লঞ্চ হয়, তাহলে অবশ্যই ভারতের বাজারে একটা বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এই নতুন গাড়িটি।

Related Articles

Back to top button